মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মতিচারণ ও আলোচনা সভা
হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,
মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার”এ প্রতিপাদ্য ধারণ করে সারাদেশে জাতীয় ভোটার দিবস পালন করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশে দিবসটি আনন্দ উৎসব মূখর পরিবেশে মহামারী করোনা কালীন সরকারী বিধিনিষেধ ও মুখে মাস্ক পরিধান করে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের
সিরাজদিখানে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ মার্চ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদ। উপজেলা প্রশাসনের আয়োজনে নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা আক্তার তুহিন, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, ওসি মেহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল খায়ের মাঝি, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, লতব্দি ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ।