মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যাদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, পরে জাতীয় পতাকা উত্তোল, অভিবাদন গ্রহণ, স্কুল-মাদরাসা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করেন।

এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সবংর্ধনা প্রদানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুস্পস্তবক অর্পণ ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা আক্তার তুহিন, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা স্বাস্থ্য

কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা, সহকারি পুুলিশ সুপার মোঃ রাসেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, যুদ্ধকালীন কমান্ডার আলী আহমেদ বাচ্চু, ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন




error: Content is protected !!