মুন্সীগঞ্জের সিরাজদিখানে সয়াবিন তৈলের দাম বেশী রাখায় দোকানদার কে জরিমানা

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২২

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়! ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে দোকানদারকে ৪০০০/- জরিমানা এবং ভোক্তাকে জরিমানার ২৫% অর্থ প্রদান।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একজন ভোক্তা জনাব আহসানুল আমিন তালতলা বাজারের আবুল এন্ড ব্রাদার্স দোকান থেকে ১ কেজি সয়াবিন তেল ক্রয় করেন। দোকানদার ১কেজি সয়াবিন তেলের দাম রাখেন ১৮৩/-, যা সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক। (সেসময় সরকার নির্ধারিত দাম ছিল প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৪৩/-)
জনাব আমিন সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় করতে বললেও দোকানদার তা করেননি।
এমতাবস্থায় তিনি ক্যাশমেমো সংগ্রহ করেন এবং প্রমাণ সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অদ্য ৩১/০৩/২০২২ তারিখে লিখিত অভিযোগ টির উপর শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের দোষ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর করবেননা বলে প্রতিশ্রুতি দেন।

অভিযুক্ত প্রতিষ্ঠান কে ৪০০০/- জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী জরিমানার ২৫% অর্থ অভিযোগকারী ভোক্তাকে প্রদান করা হয়।




error: Content is protected !!