মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর বউবাজার মহল্লায় ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর বউবাজার মহল্লায় ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।
মুন্সীগঞ্জের সিরাজদীখান কুসুমপুর বউবাজার মহল্লায় ৪ বছরের এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় সিরাজদীখান থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।
সিরাজদিখান উপজেলার উত্তর কুসুমপুর গ্রামে বউ বাজার এ ঘটনা ঘটে। গেলো শুক্রবার সকালে শিশুটিকে সিরাজদীখান থানা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা হয়। অভিযুক্ত আওলাদ বেপারী(৫২) একই গ্রামের মৃত মালেক বেপারীর ছেলে ।
শিশু ও ধর্ষনের চেষ্টাকারী পরস্পর প্রতিবেশী। শিশুটির মা বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে মেয়েকে বাড়িতে রেখে আমি অন্য বাড়িতে যাই। তখন আমার মেয়ে খেলতে খেলতে প্রতিবেশীর বাড়িতে যায়। সে সময় প্রতিবেশী আওলাদ বেপারী আমার মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে মেয়েকে ঘরে ডেকে নিয়ে বিভিন্ন জায়গায় হাত দিয়ে ধর্ষণ করার চেস্টা করে।
দুপুরের দিকে বাড়িতে এলে মেয়ে আমাকে বলে, তাকে ব্যথা দিছে। তবে সে কিছুই গুছিয়ে বলতে পারছিল না। পরদিন আমরা মেয়েকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই।
সিরাজদীখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, ‘খবর পাই একটি শিশু শ্লীলতাহানির (ধর্ষনের)অভিযোগ নিয়ে থানায় এসেছে। আমরা তার মা-বাবাকে ডেকে এনে গতকাল শনিবার থানায় একটি ধর্ষনের চেস্টার মামলা নিয়েছি। মামলাল বাদি হয়েছেন মেয়ের মা । যার বিরুদ্ধে অভিযোগ, সে-ওই এলাকার ঘড়জামাই।
সরেজমিনে গিয়ে আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা যায় এই ঘটনাটি সত্য। ধর্ষণকারী আওলাদের নামে আরো অনেক অভিযোগ পাওয়া যায়।