মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্রীজের এপ্রোচ ধসে হাজারো মানুষের ভোগান্তি, অভিযোগ এলাকাবাসীর।
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি ব্রীজের এপ্রোচ ধসে পরার কারণে দীর্ঘদিন ধরে ভোগন্তি পোহাচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষ। ব্রীজের ধসে পরা স্থানটি সংস্কার না হওয়ায় ইজিবাইক ও রিকশা চালকদের গাড়ী নিয়ে যাতায়াতে পরতে হচ্ছে বেকায়দায়। এছাড়া গাড়ী নিয়ে ব্রীজ পারাপারের সময় প্রায় প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দূ্র্ঘটনা। বিষয়টি জনসাধারণের নজরে এলেও দৃষ্টিগোচর হয়নি ইউনিয়ন সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিধিদের! উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে প্রবেশের একমাত্র রাস্তার ইছামতী খালের উপর নির্মিত ব্রীজটি দিয়ে প্রতিদিন চোরমর্দ্দন গ্রাম হয়ে রশুনিয়া ও রাঙামালিয়া গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে ব্রীজের ধসে পরা এপ্রোচ সংস্কার বিহীন অবস্থায় পরে থাকায় স্থানীয় এলাকাবাসীসহ আশপাশের গ্রামের মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। দ্রুত ব্রীজের ধসে পরা এপ্রোচের প্রয়োজনীয় সংস্কার দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তথ্য ও ছবি সংগ্রহে হাবিব হাসান।