মুন্সীগঞ্জের সিরাজদিখানে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ যোহর রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাও গ্রামের ঈদগা মাঠে জানাযা নামাজ শেষে হিরণের খিলগাঁও কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। দাফনের আগে সিরাজদিখান উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার গার্ড অব অনার প্রদান করেন। এসময় সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রবীন আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, নুহ উল আলম চৌধুরী, কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফ আলী, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.আবু সাঈদ, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়া, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে বার্ধক্য জনিত কারনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন। তিনি বিক্রমপুর কেবি সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের মৃত্যুতে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন।