মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

হাবিব হাসান মুন্সিগঞ্জ প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিক্রমপুর রক্তদান সংস্থার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আশফিকুন নাহার , বিশেষ অতিথি ছিলেন সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম জাতী সংঘ, স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তা মাকসুদুল আলম মুকুট, সাজ্জাদ নুর, সানজিদা রহমান শেলী,আরিফ রশিদ, প্রমূখ্য। অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষ চারা রোপণ করে আলোচনায় চলে আসেন এবং অতিথিরা বক্তব্য রাখেন এবং ভালো দিক নির্দেশনা প্রদান করেন, বিক্রমপুর রক্তদান সংস্থাটির সকলকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে উৎসব মুখর করে তোলেন,এই সংগঠনটি যেকোনো ভালো কাজে তারা সব সময় পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এমন একটি মহৎ উদ্যোগের জন্য সংগঠনের সকল তরুণ সমাজকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন, উপস্থিত অতিথিবৃন্দ রা। একটি ক্যাম্পেইন তৈরি করে ক্যাম্পেইনের মাধ্যমে রক্তর নির্ণয় করা হয়। এবং সিরাজদিখান প্রেসক্লাব সহ, বেশ ক’টি সামাজিক সংগঠন গুলোকে ক্রেস্ট সম্মাননা প্রদান করেন, অনুষ্ঠান শেষে সকলের জন্য খাবার পরিবেশন করেন।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ বায়জিদ খান এবং সঞ্চালনায় ছিলেন মাহবুব হাসান এবং মিথিলা ,সহ মাহমুদুর রহমান