মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি আদেশ অমান্য করার দায়ে ৬ জনকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি আদেশ অমান্য করার দায়ে ৬ জনকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ৬ জুলাই বিকাল ৪ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা নামক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ । এছাড়া সিরাজদীখান বাজার, রশুনিয়া,ইমামগঞ্জ বাজারে জনসচেতনতা লক্ষে প্রচার-প্রচারণা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, কঠোর লকডাউনের মধ্যে সব ধরনের দোকানপাট, গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। লকডাউনের মধ্যে সরকারি আদেশ অমান্য করে রাস্তায় চলাচল করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। করোনা মহামারীর ঊর্ধ্বগতি হওয়ায় জরুরি ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।




error: Content is protected !!