মুন্সীগঞ্জে অতীশ দীপংকর মেমোরিয়াল এর পক্ষ থেকে সাংবাদিক সুজন বেপারীকে বই প্রদান ।
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়েনের বজ্রযোগিনী গ্রামের অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটরিয়াম কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংবাদিক সুজন বেপারি কে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের লেখা বই উপহার দেওয়া হয়েছে।
৪ ই জানুয়ারি দুপুরে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটরিয়াম এবং লাইব্রেরির অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থেরো শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উপহার হিসাবে মূল্যবান বই প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভদন্ত প্রিয়বংশ ভিক্ষু
সহকারী উপধ্যক্ষ, অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্স, ভদন্ত কবিদা ভিক্ষু আবাসিক ভিক্ষু, অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্স, প্রান্ত বড়ুয়া সেবক শুভ চৌধুরী সেবক সুমিত্র বড়ুয়া সেবক অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা,বজ্রযোগিনী,মুন্সীগঞ্জ।
উল্লেখ্য, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত পণ্ডিত যিনি পাল সাম্রজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধধর্মপ্রচারক ছিলেন।ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ। মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়েনের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটরিয়াম অবস্থিত।