মুন্সীগঞ্জে বিজয়ের ইতিহাস জৈনসার,পঞ্চম বারের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু শপথ গ্রহণ।
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চতুর্থ ধাপঃআসন্ন জৈনসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম বারের চেয়ারম্যান নির্বাচন হলেন রফিকুল ইসলাম দুদু,
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণে জনগণের ঐক্যবদ্ধতায় পুনরায় পঞ্চম বারের চেয়ারম্যান নির্বাচিত হলেন আনারস প্রতীক নিয়ে রফিকুল ইসলাম দুদু,
ইউনিয়নের ১০ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১৪০০৬,এর মধ্যে ভোট গ্রহণ হয়েছে ১০১৭৫,আনারস প্রতীক পেয়েছেন ৫২৩৯ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক পেয়েছেন ৪৯৩৬, ভোট।
বেশ কয়েকটি কেন্দ্রে বিশৃংখলার সৃষ্টি হয়েছে তার মধ্যে জৈনসার কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা না দিয়ে থানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করার গুজব উঠলে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম দুদুর কর্মীরা রাস্তায় বেরিকেড দিয়ে ফলাফল কেন্দ্রে ঘোষণা দেওয়ার দাবী জানান এক পর্যায়ে সহংশীলতার ঘটনা ঘটে ৩ জন গুলিবিদ্ধ হয় ও কয়েকজন কর্মী আহত হয়,অবশেষে নির্বাচন প্রিজাইডিং অফিসার ফলাফল কেন্দ্রে ঘোষণা দিতে বাধ্য হয়, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম দুদু ভোটের সংখ্যায় এগিয়ে থেকে নির্বাচিত হন, এবং পরে সিরাজদিখান উপজেলা নির্বাচন অফিসার শাহীনা ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত ও রিটার্নিং অফিসার জৈনসার স্বাক্ষরিত বেসরকারি ফলাফল ঘোষণা করেন,আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম দুদুকে চেয়ারম্যান ঘোষণা করেন।
জৈনসার ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে রফিকুল ইসলাম দুদু বলেন ডিসেম্বর বিজয়ের মাসে আরেকটি বিজয়ের ইতিহাস রচীত হলো আমার জনগন আমাকে যে ভাবে বিজয় করেছে সব সময় সুখে-দুখে আমার পাশে থেকে আমাকে সাহস সহযোগিতা করেছে, তাদের ভালোবাসা না থাকলে আমার পক্ষে কখনোই নির্বাচনে বিজয় হওয়া সম্ভব হতো না জীবনের ঝুঁকি নিয়ে আমার পাশে থাকা কর্মীদের কখনো এ ঋণ শোধ করার মতো নয় আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।
তারই ধারাবাহিকতায় জৈনসার ইউনিয়নে পঞ্চম বারের মত চেয়ারম্যান হিসেবে রফিকুল ইসলাম দুদু শপথ গ্রহণ করিলেন।