মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে ফেরি চলাচল শুরু।

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
দ্বিতীয়বারের মত আবারও মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে ফেরি চলাচল শুরু। এসময় ৪টি প্রাইভেটকার শর্ণচাপা ফেরি দিয়ে গজারিয়া থেকে মুন্সীগঞ্জে পার করা হয়।
আজ বুধবার (৯ নভেম্বর) দুপুর পৌনে একটার টার দিকে গজারিয়ার কাজিপুরা ফেরি ঘাট এলাকায় এর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ_৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস ও বিআইডব্লিউটিসি পরিচালক মো. রাসেদুল ইসলাম।
এর আগে প্রধানমন্ত্রী শেষ হাসিনা ২০১৮ সালের ৩ জুন মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু করে।
এদিকে ৪ বছর পর মুন্সীগঞ্জের-গজারিয়া নৌপথে ফেরি চালু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে দক্ষিণবঙ্গের ২১টি জেলার ৬০ কিলোমিটার দূরত্ব কমেছে। গজারিয়ায় ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড, বাস্তবায়নাধীন শিল্পপার্ক, গার্মেন্টস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিষয়গুলো বিবেচনায় এনে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।



error: Content is protected !!