মূর্খর চাপায় সত্যের জয়গান, রাষ্ট্রিয় কর্মে মিথ্যোকের নজর

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

সৈয়দ এম এ আর মাসুক
সম্পাদক,, দৈনিক অপরাধ

“বিপি নুরা” তার ছাগু লেভেলের জ্ঞান নিয়ে মামুনুল হকের পক্ষে সাফাই দিতে “লায়ারবার্ড” নামে একটি এআই এ্যাপের ছবক দিচ্ছে। এর মাধ্যমে নাকি সবার কথা নকল করা যায় এবং প্রচারিত সকল ফোনালাপই লায়ারবার্ডের প্রোডাকশন।
[ হলিউড বলিউডের কেউ বোধহয় এ যুগান্তকারী আবিষ্কারের কথা জানে না। জানলে কোটি টাকা সাশ্রয় হতো!]

মাঝে মাঝে চিন্তা করি নুরারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল! গত ২৬ মার্চ তাদের প্রবাসী কমিটিকে “পার্লামেন্ট” হিসেবে উল্লেখ করে পাকিস্তান দূতাবাসে একটি আকুল আবেদনের বার্তা পাঠিয়েছে। ইমরান খানের যারপরনাই প্রশংসা করে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার অনুরোধ করেছে। বাংলাদেশের অনেকে (সবাই নয়) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ক্ষমা প্রার্থনা প্রত্যাশা করে বলে উল্লেখ করেছে।
আমি খুব অবাক হয়ে ভাবছিলাম, ইংরেজি সাহিত্যের একজন গ্র্যাজুয়েটের ইংরেজি ভাষার মান এমন হয় কি করে!

ইংরেজিতে অধ্যয়ন করে ইংরেজি না জানলেও তথ্য প্রযুক্তি নিয়ে জ্ঞান বিতরণ করছে। লায়ারবার্ড এ্যাপ তো টাকা দিলেই ব্যবহার করা যায়, নুরারা ব্যবহার করে না কেন? আল জাজিরা ব্যবহার করলো না কেন?

লায়ারবার্ড কি?
লায়ারবার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি এ্যাপ যা প্রকাশ হলেও এখনো ডেভেলপ হচ্ছে। ইংরেজি ভাষাতেই এটি এখনো স্বয়ংসম্পূর্ণ‌ নয়। তাই বাংলা কথোপকথন তৈরি করা অকল্পনীয় ব্যাপার। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যার কথা নকল করা হবে তাকে মাইক্রোফোনে কথা বলে ও বিভিন্ন উচ্চারণ করে এ্যাপকে ট্রেইন করতে হবে। তারপর যে আউটপুট আসবে সেটা হবে সংবাদ পাঠের আদলে, সাধারণ কথোপকথনের মতো নয়।
এর মূল উপযোগিতা হচ্ছে আপনি তা বলবেন তা টেকস্ট আকারে আসে, সেখান থেকে আপনি “উমম” “এ্যা” এ জাতীয় শব্দ বা যেকোনো শব্দ/বাক্য ভিডিও এডিটিং ছাড়া টেক্সট এডিটরের মাধ্যমে বাদ দিতে পারেন।

সম্ভবত ইউটিউবে ভিডিও দেখে লায়ারবার্ডের কথা জেনেছে। আর তাদের কোয়ালিটির ইউটিউবাররা তা বলেছে তাকেই সত্যি বলে ধরে নিয়ে বয়ান দিয়েছে।

এই হচ্ছে আমাদের সমস্যা। মুর্খের সঙ্গে আপনি যুক্তি দিয়ে তর্ক করবেন কিভাবে? নুরাদের মতো এক পাল ছাগল নিয়ে এই দেশ কি করবে কে জানে! না আছে দেশ-বিদেশ সম্পর্কে জ্ঞান, না আছে কমনসেন্স; যে যা বলে তা-ই বিশ্বাস করে। এরাই হয়তো একসময় এই দেশের নেতা হবে! একদল অর্ধশিক্ষিত, প্রায় অশিক্ষিতরা এমন নেতৃত্বের পেছনেই দাঁড়িয়ে আছে! এই দেশের ভবিষ্যৎ অন্ধকার!




error: Content is protected !!