মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করতে গিয়ে ঝিনাইগাতী থানারওসি আহত

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

মোঃতারিফুল আলম তমাল
শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী থানার একটি হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু জাফর ওরফে সুরুজ (৬০)কে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ওসি ফায়েজুর রহমান। ৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা গেছে, ২০০৬ সালের ৮মে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে আবু জাফর পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (১৫)কে হত্যা করে সেপ্টিট্যংকের ভিতর লুকিয়ে রাখে। এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা নুরুল ইসলাম। ওই মামলায় আদালত আবু জাফর কে মৃত্যু দন্ড। এর পর থেকে আবু জাফর পলাতক রয়েছে। ৫নভেম্বর রাতে প্রযুক্তির সাহায্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফায়েজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাজীপুর একটি বিল্ডিং’র সিরির নিচ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্ঠা করে ব্যর্থ হলে আসামী আবু জাফর ওসি ফায়েজুর রহমানকে ছুরিকাঘাত করে। এতে ডান হাতে আঘাত প্রাপ্ত হন ওসি। ৬ নভেম্বর শুক্রবার গ্রেপ্তারকৃত আসামী আবু জাফরকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান বলেন,আঘাত প্রাপ্ত হওয়ার বিষয়টি বড়ো বিষয় নয়। আসামীকে গ্রেপ্তার করতে পারা সবচেয়ে বড়ো বিষয়।




error: Content is protected !!