মেধাবী শিক্ষার্থী পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
মহামারী করোনাকালীন সময়ে অসহায়, অসচ্ছল ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য উৎসাহব্যঞ্জক এই অর্থ প্রদান করা হচ্ছে। যাতে ছাত্রছাত্রীরা সামনের দিকে আরও ভালো রেজাল্ট করতে পারে। সেজন্য ১৫০ জন ছাত্রছাত্রীর পরিবারের মধ্যে নগদ ৫০০ টাকা করে মেধাবী শিক্ষার্থীদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
১৫ মে শনিবার দুপুরে লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের চৌমূহনী বাজারে লালমোহন ঢাকাস্থ থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে মহামারী করোনা কালহীন সময় মেধাবী শিক্ষার্থীদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কালে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি এ-সব কথা বলেন ।
ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোর্শেদ আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মাকসুদ রানা মিঠু, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা,লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অক্ষ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক মাস্টার।
ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সবুজ, শহিদুল ইসলাম সৌখিন, রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোসলে উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক শফিউল আলম প্রিন্স প্রমূখ।