মোংলায় খুলনা সিটি মেয়রের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

আলী আজীম,মোংলাঃ

বাগেরহাটের মোংলায় করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে থাকা বিভিন্ন পেশার ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এম,পি।শুক্রবার(১৮ সেপ্টেম্বর)মোংলা পৌরসভার শ্রমিক সংঘ চত্বরে খুুলনা সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণের আগে আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেন,করোনা এখনো যায়নি,তারপরেও একটা স্বাভাবিক অবস্থা বিদ্যমান।নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে যাতে করে মানুষ কাজ করতে পারে।কিন্তু সরকারের যে নিয়ম নীতি আছে তাই মেনে চলতে হবে।সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।মাস্ক ব্যবহার করতে হবে।ঘরে প্রবেশের আগে ভালোভাবে হাত ধুয়ে নিবেন।পরিষ্কার পরিচ্ছন্নতাই এই করোনার হাত থেকে আমাদেরকে সুস্থ রাখতে পারে।

তিনি পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম এর দ্রুত সুস্থতা কামনা করে সকলকে দোয়ার আহবান জানান।

করোনাকালীন দুর্যোগ মূহুর্তে দলের স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার,সহকারী কমিশনার(ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বাবু শুনীল কুমার বিশ্বাষ,সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা যুবলীগ সভাপতি ও ৪নং মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ইকবাল হোসেন,পৌর যুবলীগ সভাপতি এস,এম,কবির হোসেন,সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।




error: Content is protected !!