মোংলায় ছাত্রলীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

আলী আজীম,মোংলাঃ

মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার উদ্যেশ্যে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ মোংলা পৌর,মোংলা সরকারি কলেজ ও উপজেলা শাখা নেতা-কর্মীদের আয়োজনে শুক্রবার(২৮ আগস্ট) সকাল ১০ টায় মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মোংলা পৌর শাখার সভাপতি,বাগেরহাট জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন।
এই করোনা মহামারীর মাঝেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৫ আগস্ট হত্যাকান্ডের খুনি আব্দুল মাজেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়ন করেছেন।বর্তমানে খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নুর চৌধুরী কানাডায় অবস্থান করছে বলে জানা গেছে।তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়নের জন্য জোর দাবী জানাই।তাহলেই ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্না শান্তি পাবে বলে আশা ব্যাক্ত করেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজীব খাঁন।
২১ আগস্ট ২০০৪ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশ্যে তার উপর বর্বরচিত গ্রনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মোংলা পৌর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী এর সঞ্চালনায় ও উপজেলা ছাত্রলীগ এর সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,মোংলা পৌর ছাত্রলীগ এর সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা,সিনিয়র সহ-সভাপতি পারভেজ খাঁন(বাবু),সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন(সানি),উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সজিব খাঁন,যুগ্ন সাধারণ সম্পাদক মিলন বাওয়ালী,কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,সাংগঠনিক সম্পাদক মিলন ইজারাদার, মিঠাখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ ইকবাল হোসেন,কেন্দ্রীয় ছাত্রলীগ এর উপ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।

আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে ছাত্রলীগ নেতৃবর বৃক্ষ রোপণে অংশ গ্রহন করেন।




error: Content is protected !!