মোংলায় ধর্ষণের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদাণ

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

আলী আজীম,মোংলাঃ

মোংলাসহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিকার চেয়ে ৭ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে দখিন হাওয়া সাহিত্য পরিষদ। রবিবার(১১অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনটির চেয়ারম্যান আফরোজা হীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। স্মারকলিপি দেয়ার সময় আফরোজা হীরার সাথে ছিলন তার সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম,এ রাজ্জাক, মোংলা সরকারী কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমী, শিক্ষার্থী শেখ সাথী রহমান, মুক্তা মোস্তফা, কানিজ ফাতেমা ঋতু, মারুফা রহমান রুপা ও কাজী কেয়া।
স্মারকলিপিতে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদন্ড করাসহ ৭ দফা দাবী উত্থাপন করা হয়।




error: Content is protected !!