আলী আজীম,মোংলাঃ
প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়।১৯৪৮ সালের ১০ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়।
এরপর থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দিবসটি পালিত হচ্ছে আজ।
৫ বছর পর পর মানবাধিকার ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পুরস্কার ও নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। বর্তমান বিশ্বে দারিদ্রতা ও বঞ্চনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার সমস্যা।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মোংলা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার(১০ডিসেম্বর) সকাল ১১টায় অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’।
শীর্ষক বিষয়ের উপর আয়োজিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নয়ন কুমার রাজবংশী,উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা,সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নুর আলম শেখ।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন,জন্মগতভাবে সকল মানুষ স্বাধীন এবং সমান সম্মান ও মর্যাদার অধিকারী। প্রতিটি মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য, এ অধিকার তার আইনগত অধিকার।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ সাংবাদিক বৃন্দ।