আলী আজীম,মোংলা থেকে:
বাগেরহাটের মোংলায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে মোংলা উপজেলা প্রশাসন গৃহিত কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ, প্রভাত ফেরি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।২১ শে’র প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে ঐতিহ্যবাহী মোংলার কেন্দ্রীয় শহীদ বেদীতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শহীদ দিবসের শুভ সূচনা করা হয়। এখানে পুষ্পামাল্য অর্পণ করেন বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশে,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এর পর মোংলা উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ইউএনও কমলেশ মজুমদার এবং সহকারী কমিশনার(ভূমি)নয়ন কুমার রাজবংশী। পরে একে একে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেছাসেবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।এছাড়া সকাল ৭টায় মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গন থেকে প্রভাত ফেরি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ,শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
প্রভাতফেরি শেষে মোংলা পৌর আওয়ামীলীগ কার্যালয় শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশে,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। উপমন্ত্রী তার বক্তব্য বলেন,রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিলো রাজপথ।রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।গর্ব আর শোকের এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে জাতি,যার সূচনা হয়েছে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে।এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেছে মহামারীর বাস্তবতায় ভিন্ন এক প্রেক্ষাপটে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজনটি এবার হচ্ছে সীমিত পরিসরে এ ছাড়াও আলোচনাসভায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুননাহার হাই,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম প্রমূখ। আলোচনা সভা শেষে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।