মোংলায় শান্তি পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

আলী আজীম,মোংলাঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুক্রবার(১৯মার্চ) বিকেলে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে বাংলাদেশ শান্তি পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, পৌর মেয়র শেখ আব্দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা প্রশান্ত কুমার রায়, মোল্লা আল মামুন, শেখ আব্দুল জব্বার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ সবোর্চ্চ সম্মান ’জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত করে। বঙ্গবন্ধুকে ’জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ শান্তি পরিষদও অনবদ্য ভূমিকা পালন করে। বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়’ এবং ’সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান’ কে পররাস্ট্র মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। আলোচনা সভা শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।




error: Content is protected !!