মোংলায় সুন্দরবন দিবসে বন রক্ষায় শপথ নিয়েছেন বনজীবি-মৎস্যজীবিরা

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১

আলী আজীম,মোংলা থেকে:
মোংলায় সুন্দরবন সুরক্ষায় শপথ নিয়েছেন বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠি বনজীবি-মৎস্যজীবি-জেলে-বাওয়ালী ও মৌয়ালীরা।রবিবার(১৪ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ওয়াইল্ডটিম, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বনজীবিদের শপথ বাক্য পাঠ করান এবং সুন্দরবন দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সুন্দরবন দিবসে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বিপদাপন্ন সুন্দরবন রক্ষায় র‍্যালী, মানববন্ধন, শিশু চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে সুন্দরবন সুরক্ষায় র‍্যালী বের হয়ে চৌধুরী মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাপা নেতা মোঃ নূর আলম শেখ, বাদাবন সংঘের নির্বাহি পরিচালক লিপি রহমান, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ডলফিন সংরক্ষণ দলনেতা ইস্রাফিল বয়াতি, ওয়াইল্ড টিমের মোঃ সাইফুল হোসেন, ভিলেজ টাইগার রেসপন্স টিমের আব্দুল মালেক হাওলাদার, মৌয়াল ষ্টিফেন হালদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, নারীনেত্রী গীতা হালদার, কমলা সরকার প্রমূখ। সকাল ১১টায় বিপদাপন্ন সুন্দরবন রক্ষায় সুন্দরবন প্রেমীরা মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা ”সুন্দরবন বাঁচাও, উপকুল বাঁচাও, দেশ বাচাও”, ”সুন্দরবন বাঁচলে, বাঘ বাঁচবে”, ”সুন্দরবনে পরিকল্পিত অগ্নিকান্ড বন্ধ কর” ”সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ নিধন বন্ধ কর”, ”বাঘ-হরিণসহ বন্যপ্রানী হত্যা বন্ধ কর”, ”সুন্দরবনে শিল্প দূষণ, প্লাস্টিক দূষণ, জাহাজী বর্জ্য দূষণ বন্ধ কর” ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন বহন করেন।




error: Content is protected !!