আলী আজীম,মোংলাঃ
মোংলা পোর্ট পৌরসভার ডিজিটাল সেন্টারের আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৩নভেম্বর) দুপুরে সরকারী টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ’র শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার। পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাসসহ অন্যান্যরা। প্রত্যেক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের উপকারীতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি কমলেশ মজুমদার ও সভাপতি জুলফিকার আলী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কেও পারদর্শী হতে হবে। কম্পিউটার জানা থাকলে পুরো বিশ্বই হাতের মুঠোয় থাকবে। শিক্ষণীয় সব কিছুই কম্পিউটারে সার্চ দিয়ে তাৎক্ষনিক জানা সম্ভব। এবং কম্পিউটার শিক্ষা লাভ করে নিজের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাড়তি আয়ের মধ্যদিয়ে বেকারত্বও দূূর করা সম্ভব হবে।
পৌর কর্তৃপক্ষের আয়োজন ও অথার্য়নে এ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী চালু করা হয়েছে। প্রাথমিকভাবে সরকারী টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ দিয়ে শুরু হলেও পযার্য়ক্রমে পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ নিশ্চিতের জন্য ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী কম্পিউটার ও সিসি ক্যামেরা প্রদাণ করেছেন।