
আলী আজীম,মোংলা থেকে:
যথাযোগ্য মর্যাদায় মোংলায় উদযাপিত হচ্ছে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। বিজয়ের ৫০ বছর উপলক্ষে ২৬ মার্চ (শুক্রবার) নানা কর্মসূচি পালন করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন মধ্যদিয়ে ঐতিহাসিক এই দিবসের শুভ সূচনা করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।বন্দরে অবস্থানরত দেশী,বিদেশী ও বন্দর কর্তৃপক্ষের সকল জাহাজে এক মিনিটের জন্য বিরতিহীন হুইসেল বাজানো।
সকাল ৯:৩০মিঃ মবক এর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা।পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগন,অফিসার এ্যাসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার পরিবারের ও সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া স্বাধীনতার ৫০ বছর উদযাপনে বন্দর এলাকায় স্বাধীনতা উদ্যানের উদ্বোধন করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
পরে বন্দরের সম্মুখস্থ সবুজ চত্বরে আলোচনো সভার আয়োজন করা হয়।বন্দর পরিচালক (প্রশাসন) গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা।বিশেষ অতিথি হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য(প্রকৌশল ও উন্নয়ন)ইমতিয়াজ হোসেন,সদস্য (হারবার ও মেরীন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার।এছাড়াও বন্দর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগন,বিভাগীয় প্রধানগন,অফিসার এ্যাসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দসহ বন্দরের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন,মুক্তিযোদ্ধাগন স্বাধীনতা যুদ্ধে অনেক ত্যাগ স্বীকার করেছেন,এই স্বাধীনতা স্কয়ার হবে মোংলা বন্দরের জন্য অনুপ্রেরণার উৎস,হবে দেশ প্রেমের উজ্জল দৃষ্টান্ত।