মোংলা বন্দরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে “এমভি সানিয়া”

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২
আলী আজীম, মোংলা (বাগেরহাট):
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লার তৃতীয় চালান নিয়ে মোংলা বন্দরে এসেছে “এমভি সানিয়া”। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দরের হাড়বাড়ীয়ার ১৩ নম্বরে ভিড়ে কয়লা বহনকারী হংকং পতাকাবাহী বিদেশী এই জাহাজটি।
১৯০ মিটার দৈর্ঘ্যের ও ৯.০১ মিটার গভীরতার বিদেশী এই জাহাজটি ইন্দোনেশিয়া  হতে আমদানীকৃত ইন্দোনেশিয়ান ৩২,০০০ মেট্রিকটন কয়লা নিয়ে সরাসরি মোংলা বন্দর এর পশুর চ্যানেলের হারবারিয়া ১৩ তে  আগমন করে।
এর আগে মঙ্গলবার রাত ৮টায় কয়লার দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে আসে এমভি মাগদা-পি এবং ৫ আগস্ট কয়লার প্রথম চালান নিয়ে মোংলায় আসে এমভি আকিজ হেরিটেজ। এসব কয়লা আমদানি হয়েছে ইন্দোনেশিয়া থেকে।
বিদেশি জাহাজ এমভি সানিয়ার স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ম্যানেজার খন্দকার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজ এমভি সানিয়া থেকে লাইটারে দুপুর ১২টা থেকে কয়লা খালাস শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ভেড়া এমভি মাগদা-পি জাহাজটি থেকে রাতেই কয়লা খালাস হয়েছে এবং লাইটারে পরিবহন শুরু হয়েছে।
খালাস হওয়ার পর পরই লাইটার (কার্গোতে) করে এই কয়লা রামপাল বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হয়।



error: Content is protected !!