
আলী আজীম,মোংলাঃ
পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বাগেরহাট-৩ মোংলা-রামপাল আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহারথর জন্মদিন উপলক্ষে মোংলা সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল ৩টায় কেককাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। সবার অনুরোধে কেককাটা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সথর মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস। কেককাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, প্রভাষক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক মমতাজ বেগম প্রমূখ। জন্মদিনের অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন প্রভাষক মাহবুবুর রহমান ও প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ । তাই এমন ভাবে বাঁচতে হবে যাতে মৃত্যুর মুহুর্তে মানুষ বলতে পারে আমার সমগ্র জীবন আমার সমগ্র শক্তি আমি ব্যয় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্য, মানুষের মুক্তির সংগ্রামে ও সেবায়।