মোরেলগঞ্জে নারী,শিশু ধর্ষণ,হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
সারাদেশে নারী শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মোরেলগঞ্জ বাজার কাপুরিয়াপট্টি সড়কে মোরেলগঞ্জের সর্বস্তরের সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়েজিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মোরেলগঞ্জ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে পথসভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য ফোরাম এর সদস্য সাংবাদিক আবদুল্লাহ আল-মামুন শেখ, মুসাদ্দিক বিল্লাহ তামিম, সোহেল ফরাজী, মারুফ হাসান, হাসান মাহমুদ, জসিম উদ্দিন, নুরুন্নবী পরাগ, ফারদিন শুভ, নাজমুল তালুকদার, মানজারুল হাসান বনি, মুবিনুল হাসান অনি, হোসাইন মোহাম্মদ জিহাদ প্রমূখ।