মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে প্রস্তুত।

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

মাসুদ আলম চয়ন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
আমাদের জাতীয় জীবনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ কেন্দ্রীয় শহীদ মিনার। বাঙালি জাতির মনের গভীরে স্থান এই মহামূল্যবান স্থাপনার।এখানে জাতির সূর্য সন্তানদের স্মরণ করা হয় বিশেষ একটি দিনে। দিনটি ২১শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’ বা ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবস। আর দিবসটিকে কেন্দ্র করে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা জেলার উপজেলাগুলোর শহীদ মিনারগুলো।
আজ শনিবার (২০ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনার এলাকায় দেখা যায়, অমর একুশে উদযাপনের প্রস্তুতির কাজ প্রায় শেষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বেচ্ছাসেবী আল্পনা আঁকার কাজ করছেন।শহীদ মিনারের আল্পনার কাজে নিয়োজিত সাংবাদিক সালেহ এলাহী কুটি বলেন দীর্ঘদিন থেকে, ভাষার মাসে প্রতিবছর আল্পনার কাজ করি। করোনা পরিস্থিতিতে এবার ভিন্ন আমেজ হলেও আল্পনার কাজ করছি। যারা আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষের আগমন ঘটবে। আল্পনার মাধ্যমে তাদের শ্রদ্ধা জানাতে কাজ করছি।করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি উদযাপনের জন্য বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় লোকসংখ্যা নির্দিষ্ট ও মাস্ক পরাসহ বেশ কয়েকটি শর্ত দিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
নিরাপত্তা নিশ্চত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহীদ মিনার এলাকায় ৩ফুট পর পর দুরত্ব থাকবে ও সবাই পর্যায়ক্রমে শহীদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। বিভিন্ন প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা হ্যান্ডমাইক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রচার চালাবেন।
বিগত বছরগুলোয় প্রচুর জনসমাগম হয়েছে। করোনার কারণে এবার জনসমাগম বেশি হবে না বলে মনে হয়। তারপরও পর্যাপ্ত স্বেচ্ছাসেবক,রোভার স্কাউট থাকবেন।




error: Content is protected !!