মৌলভীবাজার পৌরসভাকে ফুলের শহরে রূপান্তরিত করার লক্ষে ফুলগাছ রোপন এর মাস ব্যাপি কর্মসূচির উদ্ভোধন
মাসুদ আলম চয়ন
মৌলভীবাজার
পৌরসভার আয়োজনে আজ মঙ্গলবার (৩১ আগষ্ট) পৌর মেয়র চত্বরে মৌলভীবাজার পৌরসভাকে ফুলেল শহরে রূপান্তরিত করার লক্ষে ফুলগাছ রোপন – এর মাস ব্যাপি কর্মসূচির উদ্ভোধন করা হয়। পৌরসভার মেয়র মো: ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএমএ মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি ডা. এম এ আহাদ,বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোসাহিদ আহমদ চুন্নু। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত,মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসানাত কামাল,সাংবাদিক বকসী মিছবাহুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফুলগাছের চারা রোপন করে মাস ব্যাপি কর্মসূচির উদ্ভোধন করেন। উল্লেখ্য বিরল প্রজাতির বিভিন্ন ধরনের ফুলের চারা মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন জায়গায় রোপন করা হবে।