আলামিন খান, টাঙ্গাইল প্রতিনিধি।
উজানের পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত হেক্টর ফসলি জমির ফসল তলিয়ে গেছে। অন্যদিকে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, গাবসারা, ভালকুটিয়া কষ্টাপাড়া এলাকায় ব্যাপকভাবে নদী ভাঙন দেখা দিয়েছে। বর্ষার শুরুতে এমন ভাঙনে অসহায় হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। ইতিমধ্যেই অনেকে ভিটেবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত নদীপাড়ের মানুষেরা।
এছাড়াও কালিহাতি নাগরপুর এবং টাঙ্গাইল সদর উপজেলার বেশ কয়েকটি উপজেলায় প্রায় শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বীলিন হয়ে গেছে। নদী ভাঙন প্রতিরোধে কোন উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড।