আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
যশোরে গণপরিবহনের নিজেদের বানানো নিয়ম নীতি জনসাধারণের কাছে অনিয়ম।তাদের নিজেদের নিয়ম কানুনে অতিষ্ঠ হয়ে উঠেছে যশোরের যাত্রীগণ।যশোর সাতক্ষীরার গণপরিবহন মনিরামপুর বাজারে পরিবহন ভরা যাত্রী নিয়ে প্রতিদিন ৩০, মিনিট দেরী করে এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।সকালে ৮টার পর মনিরামপুর থেকে সরেজমিনে গাড়িতে উঠ যাত্রীদের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়।অনেক সময় গাড়িতে বসে থেকে গাড়ি না ছাড়াই অফিস আদালতের যাত্রী নারী পুরুষ সবাই চিল্লাচিল্লি করে ।কে শোনে কার কথা যাত্রীদের চিল্লাচিল্লি যেন তারা শুনতে পাইনা।গাড়ি মনিরামপুর দেরি করার বিষয়ে সুপারভাইজারের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার পিছনের গাড়ি না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো এটাই আমাদের নিয়ম।গাড়ি ভরা যাত্রী নিয়ে পিছনের গাড়ির অপেক্ষা করা এটা অনিয়ম মানুষ কষ্ট দেয়া বলে মনে করেন গাড়ির সমস্ত যাত্রীগণ।এবং গণপরিবহনের এই নিয়ম নীতি থেকে সবাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যাত্রীগণ আশু হস্তক্ষেপ কামনা করেন।