যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ শিশু হত্যার প্রতিবাদে,ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ শিশু হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে সৃজনী ফাউন্ডেশন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সংস্থাটির কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সৃজনী ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ্যাড. মোজাম্মেল হক, রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহারসহ অন্যান্যরা। বক্তারা, যশোরসহ সারা দেশে শিশু নির্যাতন বন্ধ ও শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।




error: Content is protected !!