যশোর সদরের নরেন্দ্রপুর ইনিয়ন পরিষদে মাদক-সন্ত্রাস প্রতিরোধে বিট পুলিশিং এর আলোচনা সভা!!
ইমরান খান/জেলা প্রতিনিধি (যশোর):-
যশোর জেলার কোতয়ালী মডেল থানা কতৃক ২৩নং বিট পুলিশং আয়োজিত মাদক, জঙ্গী,চাঁদাবাজী,নারী নির্যাতন,কিশোর গ্যাং প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
৩১শে আগস্ট বেলা ১১ ঘটিকায় যশোর সদর উপজেলার ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা’টি অনুষ্ঠিত হয়!
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বেলাল হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল যশোর ,বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ তাজুল ইসলাম অফিসার ইনচার্জ কোতয়ালী থানা,সুমন ভক্ত ইন্সপেক্টর (অপারেশন) কোতয়ালী মডেল থানা যশোর
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহাজান আহমেদ ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটা পুলিশিং যশোর, এছাড়াও উপস্থিত ছিলেন ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোদাচ্ছের আলী,ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি মোঃ আবুল কাশেম বিশ্বাস,নরেন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ সুপ্রভাত মন্ডল,রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক বি.এম জহুরুল পারভেজ,রূপদিয়া শহীদ স্মৃতি মা: বালিকা বিদ্যা:প্রধান শিক্ষক আলী আকবর সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও অন্যান্য শ্রেনী পেশার নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি তার ব্যক্তব্য প্রদান কালে বলেন যে পুলিশ সর্বদা সচেতন এবং সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধে তারা কাজ করছেন,এমনকি জনগণকে সচেতন ভাবে বিভিন্ন সঠিক পরামর্শ দিয়ে পুলিশকে সহযোগিতা করার কথা বলেন।