রাজবাড়ী প্রতিনিধি;
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলামসহ মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার এ তথ্য নিশ্চিত করেন।
আজ শনিবার (২০ জুন ২০২০) সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার বলেন এ যাবত কালে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে উপজেলাটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াকান্দি হাসপাতালের চিকিৎসক, পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্টাফ ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের পুর্বমৌকুড়ী গ্রামের একসহ মোট ১৮জন।
তিনি আরো জানান, ইতোমধ্যে বালিয়াকান্দি হাসপাতালের একাধিক চিকিৎসক আক্রান্ত হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক জরুরী সেবা ব্যতিত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাকালেও আমরা সেবার সর্বোচ্চটুকু দিয়েছি। চিকিৎসহ নানাবিধ সংকট থাকার পরেও সেবার কোন ঘটতি ছিলোনা হাসপাতালটিতে। এটি বালিয়াকান্দিবাসীর জন্য দু:খজনক খবর বলেও তিনি জানান।
এদিকে রাজবাড়ীতে আজ ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বালিয়াকান্দির ইউএনও ও ৬ জন চিকিৎসক এবং ৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। জেলায় একদিনে ৫৪ জনের করোনা শনাক্ত এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০৬ জনে। এর মধ্যে ৬৯ জন সুস্থ্য হয়েছেন এবং ২ জন মারা গেছে।