মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
‘অবৈধ বালু কাটা বন্ধ কর, করতে হবে’ এই প্রতিপাদ্য কে আসনে রেখে রাজবাড়ীতে শহর রক্ষা বেড়িবাঁধ, স্কুল, মাদ্রাসা, কৃষি জমি ও অসংখ্য বসৎঘর রক্ষার স্বার্থে দ্রুত পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উড়াকান্দা বাজারে এই কর্মসূচি পালন করেন নদী তীরবর্তী এলাকা বরাট ইউনিয়নের সহস্রাধিক মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, মেছের আলী খাঁন, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি কাদের মুন্সী, প্রাণী চিকিৎসক গোলাম মোস্তফা, স্থানীয ডা. ইকবাল হোসেন, বরাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ আলী খান, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুছ আলী শেখ, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম শেখ, কৃষক মুক্তি সংগ্রামের আহ্বায়ক শামসুল হক, বিপ্লবী শ্রমিক আন্দোলনের সহ-আহ্বায়ক মন্টু মন্ডলসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা রাজবাড়ী শহর রক্ষা বেড়িবাঁধ, স্কুল, মাদ্রাসা, কৃষি জমি ও বাড়িঘর রক্ষার্থে দ্রুত পদ্মা নদী থেকে অবৈধ বালি কাটা বন্ধের দাবি জানান।