মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটায় মাদক বিরোধী অভিযানে একজনকে ৭দিন ও ৯ মাদকসেবীর এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।
কারাদন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলো, রুবেল মোল্যা (৩৫), রনি শেখ (৩০), হাতেম শেখ (৪০), সাগর সরদার (২২), চাঁন মিয়া সরদার (২০), মোঃ দুলু শেখ (৩০), জামাল সরদার (৪৫), হাবু প্রামানিক (২৭), মাহফুজ মিয়া (২২), বিল্লাল হোসেন (৩৫)।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় হেরোইন ও গাঁজা সেবনরত অবস্থায় ১০জনকে হাতেনাতে আটক করা হয়। এদের মধ্যে ১ জনের ৭ দিন ও ৯জনের ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু। এ অভিযান অব্যাহত থাকবে।