রাজবাড়ীর কালুখালীতে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।।

মিঠুন গোস্বামী জেলা প্রতিনিধিঃ
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানে বৃহস্পতিবার রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন গঙ্গানন্দনপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী অন্তরকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের হাফেজ মুন্সীর ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অবিযান চালিয়ে ফেনসিডিলসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।