রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসা ডাংগী গ্রামে বুধবার দুপুরে পূর্ব শত্রুতা নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়ীর ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

রাজবাড়ী প্রতিনিধি:
উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসা ডাংগী গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে আহেদ মন্ডল (৪০) জানান, পূর্ব শত্রুতা নিয়ে বিরোধের জের ধরে আমার এবং দুলাল মন্ডল(৩৫),মিনু মন্ডল(৩৫)লাবলু মন্ডল(৩৮) বসত বাড়ী ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে চর ঘিকমলা গ্রামের মোঃ আহেদ মন্ডল (৪০) পিং- আহম্মদ মন্ডল, বিপুল (৩০) পিং- হাছেন মন্ডল,উজ্জল(২৫) পিং- হাছেন মন্ডল, সামিন (২৫) পিং- বাদশা মন্ডল,ফারুক (২৮) পিং- বাহের মন্ডল,রবিউল (২৭) পিং- গফুর মন্ডল,রাসেল (২৫) পিং- কুলু মন্ডল, নাসির (৩০) পিং- কুলু মন্ডল,রাজু(৩০) পিং- গফুর মন্ডল, কাজল (২৫) পিং- গফুর মন্ডল,সাগর (৩০) পিং- বাচ্চু মন্ডল, সহ ভারাটিয়া প্রায় শতাধীক লোকজন দেশীয় তৈরী অস্ত্র রামদা, চাপাতী, কুড়াল ও লাঠি নিয়ে আমাদের উপর ও বসত বাড়ীতে প্রবেশ করে আমাদেরকে গালী গালাজ করতে থাকে আমরা প্রতিবাদ করলে নতুন টিনের ঘর কুপিয়ে ভাংচুর করে ব্যাপক ক্ষয় ক্ষতি করে।তাদের কে আমি এবং আমার ভাইয়েরা মিলে বাধা দিলে আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে এলেম মন্ডল (৪০) পিং- গনি মন্ডল, সজল মন্ডল(২০) পিং- এলেম মন্ডল, ইনুচ মন্ডল (৩৫)পিং- মোহন মন্ডল আহত হয়।তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য বালিয়াকান্দিতে নেওয়া হয়েছে।

পরর্বতিতে বালিয়াকান্দি থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।এস,আই তাইজুল দুই পক্ষকে শান্ত থাকতে বলেন।তিনি এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করতে বলেন




error: Content is protected !!