রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে ফেরি পারের অপেক্ষায় শতাধিক যাত্রীবাহি বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। ভোগান্তিতে যাত্রী ও চালকেরা

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

আজ ৭ আগষ্ট শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাটে ঢাকা মুখি যাত্রীবাহি শতাধিক বাস দেখা যায়। তবে তার আগে দেখা যায় গোয়ালন্দ মোর এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাকের সারি।

তবে ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আমাদের ফেরি সংকট নেই, তবে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি সঠিক সময়ে ঘাটে পৌঁছাতে পারছে না, যার ফলে কিছুটা দুর ভগ পোহাতে হচ্ছে। তবে তারা আরো জানান আমরা প্রথমে যাত্রীবাহি বাস পারাপার করবো এই জন্য পণ্যবাহী ট্রাক গুলো ঘাট এলাকার অদুরে গোয়ালন্দ মোরের কাছাকাছি পুলিশের সহযোগিতায় আটকে রাখা হয়েছে।

তবে গাড়ি চালকেরা আমাদেরকে বলেন ঘাট এলাকায় পুলিশ তৎপর যার ফলে কোন গাড়ি সিরিয়াল ওভারটেক করে যেতে পারছে না।
তারা আরো জানান রাজবাড়ী জেলার বর্তমান এস পি আসার পর থেকে কোন ভিআইপি নেই এই ঘাটে। যার ফলে বাইরের জেলার থেকে আসার যাত্রীবাহি গাড়ি গুলোর চালকেরা সাদুবাদ জানান ।




error: Content is protected !!