রাজশাহীতে ঔষুধ কোম্পানির প্রতিনিধিকে লাঞ্ছিত ও হেনস্থার করায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণকে লাঞ্ছিত ও হেনস্থার করার প্রতিবাদে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিচারের দাবিতে
সারাদেশের মতো মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সদের সামনে
বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সিরাজদিখান উপজেলা শাখা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী এর সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তবো রাখেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লাহিল বাকী, যুগ্ন সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মহাসিন আলী,
আরোও বক্তবো রাখেন আশরাফ হোসাইন, কাউসার হোসাইন, জিয়াউর রহমান, উজ্জল সিনহা, দিনার, সোহেল, ফারুক, ও হুমায়ুন, প্রমুখ।
বক্তারা সবাই একই সুরে তাল মিলিয়ে বলেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার দাবী জানাচ্ছি এবং আইনের আওতায় এনে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবী করছি দ্রুত।



error: Content is protected !!