রূপগঞ্জের ওরিয়ন ইনফিউশন কারখানায় অগ্নিকান্ড

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকার স্যালাইন তৈরির  কারখানা ওরিয়ন ইনফিউশন লিমিটেডে  ১৭ এপ্রিল সোমবার  দুপুর  পৌনে  একটায়  অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে  ডেমরা ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা  দুপুর সোয়া দুইটায় আগুন নিয়ন্ত্রণে  আনে।
আগুনে চারজন শ্রমিক আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে  ভর্তি করা হয়েছে।
 এ ব্যাপারে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ বি পি বিনয় কৃষ্ণ বাড়ই  বলেন, ফ্যাক্টরির দ্বিতীয় তলায় ডেক্সটো প্যাক 10, ডেক্সটো ছাল, ডেক্সটো ছাল বেবি, সেল প্যাক, ডায়নাক, হার্ডম্যান, ডেক্সটো লাক, মেনি সল সহ মোট ৩৬ রকমের প্রোডাক্ট তৈরি হয়। আর সেখানেই  আগুন  লেগেছে । ক্ষতির পরিমাণ নিরূপণ  করা হচ্ছে।
 ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গণি  বলেন, আগুন লাগার ঘটনার খবর পেয়ে  প্রায় একঘন্টা  চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা  হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেআগুনের সূত্রপাত ঘটে।  তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি



error: Content is protected !!