রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুন ১, ২০২৩
মো:রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।  ৩১ মে বুধবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সচিব আলহাজ্ব মোঃ গোলবক্স ভূঁইয়ার সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ এ বাজেট ঘোষণা করেন।
২০২৩-২৪ অর্থ বছরের ৩ কোটি ১৪ লাখ ৬০ হাজার ২শ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ বাজেটের মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৮ লাখ ২০ হাজার ১শত টাকা। মোট উদ্ধৃত্ব ১৬ লাখ ২৪ হাজার ১শত টাকা।
বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক অনুপম হাসান ফরিদ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক ভুইয়া আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সরকারি মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক ভিপি মনির হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এজাজ আহমেদ, এম এ মান্নান, ইউপি সদস্য সাইদুর রহমান, মানিক মিয়া, রায়হান মিয়া রনি, আজাহার হোসেন ভুইয়া, মোঃ তাওলাদ, মোঃ আবু ভূঞা, শফিকুল ইসলাম ডালিম, আলম মিয়া, আলহাজ্ব গোলাম মোহাম্মদ ভুইয়া, মহিলা সদস্য লাভলী আক্তার, জীবন্নেসা, রেহেনা আক্তারসহ অত্র ইউনিয়নের গণ্যমান ব্যক্তিবর্গ।



error: Content is protected !!