রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সিটি শাহীন র‍্যাবে’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২
মোঃ রাসেল ল্লা, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী  সিটি শাহীন র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত।
গন-মাধ্যমকে নিহত হওয়ায় খবর নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
র‌্যাব জানান, শাহিন চনপাড়া পুনরবাসন কেন্দ্রের এক আতঙ্কের নাম। র‍্যাব বৃহস্পতিবার দুপুরে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন তার সন্ত্র্যাসী বাহিনী নিয়ে র‌্যাবের উপর গুলি ছোঁড়ে, র‍্যাব ও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায় শাহিন গ্রুপের সদস্যারা পিছু হটে পালিয়ে যায়। পরে র‍্যাব তল্লাশির সময় শীর্ষ সন্ত্র্যাসী শাহীনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। আহতাবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে র‍্যাবের সদস্যরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায় । পরে বিকাল ৪টা ২০ মিনিটের দিকে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
র‍্যাবে’র সিও আব্দুল্লাহ আল মোমেন বলেন, সিটি শাহিনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, নারী ও শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, মাদক ব্যবসা, পুলিশের ওপর হামলা সহ মোট ২৩টি মামলা রয়েছে। তাকে ধরতে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে প্রশাসন। কিন্তু সে প্রচন্ড চতুর হওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। উল্লেখ্য  গত ২৮ সেপ্টেম্বর র‍্যাবের মাদক বিরোধী অভিযানে সিটি শাহীন র‌্যাব সদস্যদের গুলি করার উদ্দেশ্যে পিস্তল তাক করে। সৌভাগ্যবশত তার পিস্তল থেকে গুলি বের না হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।



error: Content is protected !!