রূপগঞ্জে তিন ফসলি জমিতে বালু ভরাট বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মোঃ রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো বেরীবাধ এলাকার কাঞ্চন, বেরোক, নরাবো, আমলাবো, মাছুমাবাদসহ ৫টি মৌজার দেড় সহ¯্রাধিক বিঘা তিন ফসলি জমিতে ইস্টউট সিটি নামক আবাসন কোম্পানি জোরপূর্বক বালু ভরাটের প্রতিবাদে ও বাঁধ দিয়ে সেচের পানির প্রতিবন্ধকতা এবং গভীর করে গর্ত না করার প্রতিবাদে মানবন্ধন করেছে কৃষক ও এলাকাবাসী। আজ শনিবার হাটাবো-গাউছিয়া সড়কে এ মানববন্ধন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষক আসলাম ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন হাটাবো বাড়ৈপাড় এলাকার কৃষক মকবুল হোসেন, হাতেম আলী মোল্লা, শাহ আলম মিয়া, ছফু উদ্দিন মিয়া, মোঃ মঞ্জুর হোসেন, মোঃ রাজু মিয়া প্রমুখ। পরে কৃষক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে ভুলতা-হাটাবো সড়ক প্রদক্ষিণ করে।