লকডাউনে ট্রলারে যাত্রী পারাপারের রমরমা ব্যবসা \ ৫টাকার ভাড়া ২০ টাকা
পিরোজপুরঃপ্রতিনিধিঃ লকডাউনের সময় ইঞ্জিন চালিত যাত্রীবাহী সকল যান চলাচল বন্ধ ঠিক তখনই এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী ইঞ্জিন চালিত ট্রলারে করে সন্ধ্যা নদীর উত্তাল ঢেউয়ে করোনা ঝুঁকি নিয়ে শতশত মানুষ পারাপার হচ্ছে অতিরিক্ত অর্থ দিয়ে। চারদিকে নদী বেষ্ঠিত উপজেলার দুটি ইউনিয়নই সন্ধ্যা নদীর ওপারে অবস্থিত বিধায় প্রতিদিন শত শত মানুষ ট্রলারে করে ঠুকনো অজুহাত নিয়ে কাউখালী সদরে লকডাউনের মধ্যে করোনা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এ সুবাদে সোনাকুর খেয়াঘাটে ইঞ্জিন চালিত ইজারাদের ট্রলারটিতে ৫ টাকার ভাড়ার জায়গায় ২০টাকা করে আদায় করে অবাদে পারাপার করার অভিযোগ রয়েছে। উপজেলা প্রসাশন সন্ধ্যা নদীর ওপারের বিশেষ প্রয়োজনে ৫জন করে ট্রলারে পারাপার করার জন্য ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়। সেখানে এ সব কিছু না মেনেই ইজারাদার সুযোগ পেয়ে সাস্থ্য বিধি না মেনে অতিরিক্ত বোঝাই করে যাত্রী পারাপার করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সোনাকুর ঘাটের ইজারাদার শাহিন জানান, ট্রলার যারা চালান তারা যদি নিয়মের বাহিরের অর্থ নিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।