লক ডাউনে হিলি স্থল বন্দরের রিক্সা ও ভ্যান চালকেরা পড়েছে চরম বিপাকেঃ

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গত ১৪/০৪/২১ইং তারিখ হতে সারা দেশে কঠোর লকডাউন চলছে।এতে খেটে খাওয়া রিক্মা ভ্যান চালক পড়েছে চরম বিপাকে।হিলি স্থল বন্দরের আশে পাশে বাস ষ্ট্যান্ড কলেজগেট চারমাথা মোড় স্থল বন্দরগেট কাস্টমস জিরো পয়েন্ট এলাকায় সরে জমিনে গিয়ে দেখা যায় সারি সারি ভ্যান রিক্মা দাড়িয়ে আছে কিন্তু কোন যাত্রী নেই।অধিকাংশ ভ্যান ওরিক্মা চালকের সঙ্গে কথা বলে জানা যায় লক ডাউনে তাদের সংসারের অভাব অভিযোগের কথা ভ্যান চালক তৌফিক এলাহীর সঙ্গে কথা বলে জানা যায় সে বলছে তার সংসারে স্ত্রী সন্তান বাবা মা মিলে ৭সদস্যের সংসার ভ্যান চালিয়ে
সংসার খরচ ওকিস্তির টাকা তুলে ভ্যান ক্রয় করেছি তা আবার কিস্তি সব মিলে প্রতিদিন ৫শত টাকা ইনকাম হলে কোন রকম কেটে যায়। লক ডাউনের ফলে করোনার ভয় ফেলে রেখে বাধ্য হয়ে ভ্যান বাহির করেছি কিন্তু আজ সারা দিনে ১৫০টাকার মত পেয়েছি এই টাকা দিয়ে কি ভাবে সংসার চালাবো ভেবে পাচ্ছিনা এরপরেও আবার রমজান মাস আর একজন রিক্মা চালকের সঙ্গে কথা বলে একই রকম অভিজ্ঞতা শেয়ার করেন।
সবাই বলছে করোনা নয় এভাবে চললে আমরা না খেতে পেয়ে মারা যাব। তাই আমাদের একটাই দাবী অন্তত আমাদের মত সমাজের খেটে খাওয়া মানুষের ডাল ভাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানাচ্ছি।




error: Content is protected !!