লস্করপুর রেলক্রসিংয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ধাক্কায় অটোরিকশা সিএনজি এক নারী যাএী নিহত । আহত ৩

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৪

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে আওতাধীন
লস্করপুর রেলক্রসিংয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশা সিএনজি এক নারী যাএী
নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন মধ্যে নিহত স্বামী গুরুত্ব আহত অবস্থায় সিলেট
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃত্যু সঙ্গে আশংকা রয়েছে । বুধবার (১২ জুন )
দেড়টায় দিকে চট্টগ্রাম – সিলেট রেলপথে এ দুর্ঘটনাটি ঘটে । তাৎক্ষণিক আহতদের করে হবিগঞ্জ সদর ২৫০
শয্যা আধুনিক হাসপাতালে প্রেরণ করে । নিহত নারী যাএী হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের
উওর চরহামুয়া গ্রামের আব্দুল্লাহ মিয়া সহধর্মিণী ফুলবাবু (৫০) । নিহত ফুলবানু স্বামী আব্দুল্লা মিয়া (৬০)
গুরুত্ব আহত অবস্থায় হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করে এবং মৃত্যু আশংকা রয়েছে । হবিগঞ্জপ দুই আহতদের নাম পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত যাএী শায়েস্তাগঞ্জ উপজেলা পৌরশহরে নতুন ব্রীজ এলাকায় পূবালী ব্যাংকে
টাকা পাওয়ানা ছিল । ব্যাংকে ৫০ হাজার টাকা পাওনা টাকা পরিশোধ করে । পরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ
অটোরিকশা সিএনজি স্ট্যান্ড থেকে মিরপুরগামী অটোরিকশা সিএনজিতে স্বামী ও নিহত নারী বাড়ি যাওয়া
উদ্দেশ্য উঠে বসে এবং আরো দুই জন যাএী উঠার পর মিরপুর দিকে ছেড়ে যায় । লস্করপুর রেলক্রসিং
পারাপার সময় সিলেট গামী আন্তঃ নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে অটোরিকশা সিএনজি
দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ফুল বানু মৃত্যু ঘটে । আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক
হাসপাতালে ভর্তি করা হয় । নিহত নারী স্বামী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন ।
লস্করপুর রেলগেইট ম্যান মোঃ রুবেল মিয়া জানান , পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আসার খবর শুনে মহাসড়কে
রেলক্রসিংয়ে গেইট নামিয়ে রাখি । এ-সময় অটোরিকশা সিএনজি গেইটের পাশ দিয়ে ওভার টেক করে
রেললাইন পার হতে গেয়ে দুর্ঘটনা শিকার হয় । চালক পালিয়ে যায় । অটোরিকশা সিএনজি চালক বাহুবল
উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দছড়ি এলাকার। পরিবার সূত্রে জানা ,নিহত ফুলবাবু ১ ছেলে ও ২ মেয়ে
সন্তান । বড় ছেলে মালোশিয়া রয়েছে । দুই মেয়ে চুনারুঘাট উপজেলায় শান খলা ইউনিয়নে বিবাহ দেন এবং
নিহত নারীর নাত- নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির
ইনচার্জ মীর সাব্বির আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন , অটোরিকশা সিএনজি চালকের দোষী
হওয়ায় আইনের ব্যবস্থা নেওয়া হবে । এ রিপোর্ট লেখা পর এখনো মামলা হয়নি ।




error: Content is protected !!