লাভু চেয়ারম্যান ভোটের রাজনীতি করেছেন- নৌকা প্রার্থী জসিম * অপপ্রচার চালিয়ে নির্বাচনের আগে মিথ্যা রিউমার ছড়ানো হচ্ছে,,,লাভু

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

লাভু চেয়ারম্যান ভোটের রাজনীতি করেছেন- নৌকা প্রার্থী জসিম
* অপপ্রচার চালিয়ে নির্বাচনের আগে মিথ্যা রিউমার ছড়ানো হচ্ছে,,,লাভু
( আসলাম পারভেজ,হাটহাজারী)
আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল আবেদীন জসিম বলেছেন চেয়ারম্যান নুরুল আহসান লাভু ভোটের রাজনীতি করেছেন। প্রকৃতপক্ষে তিনি এলাকার তেমন উন্নয়ন করেন নি। সোমবার দুপুরে ওই ইউনিয়নের বোয়ালি কুল এলাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতবেদককে এ কথা বলেন। উপস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির সহ তিনি বলেন, লাভু চেয়ারম্যান টানা পাঁচ বছরে ছিপাতলী এলাকার দৃশ্যমান কোন কাজ করেনি। বর্তমান সরকার চেয়ারম্যান কেন্দ্রীক বিভিন্ন অনুদান, ত্রাণসহ যা কিছু দিয়েছেন তা নিজের পছন্দমত লোকদের দিয়েছেন। প্রকৃত কোন আওয়ামী পরিবার কিছু পান নি। মানুষ এখন সচেতন এলাকার উন্নয়নে পরিবর্তন চান এলাকাবাসী। তাই এলাকার উন্নয়নে নৌকার প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। নির্বাচিত হলে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গদের পরামর্শে এবং সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানান তিনি। প্রার্থী জসিম আরো বলেন, অনেকে আমাকে এলাকায় নতুনমুখ বলে অপপ্রচার চালাচ্ছেন। তাদের উদ্দেশ্য একটাই কথা রাজনীতির পাশাপাশি আমার একটা পেশা আছে যে পেশার কারণে ১৯৯৫ সাল থেকে সমাজের প্রত্যেক স্তরের মানুষের সাথে আমার পরিচয় আছে। সুষ্ঠ নির্বাচন হলে শতভাগ বিজয়ের আশাবাদী তিনি। এদিকে বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী নুরুল আহসান লাভু জানান । বর্তমান সরকার এলাকার ব্যাপক উন্নয়ন করেছে সরকার যে পরিমাণ বরাদ্দ দিয়েছে সে পরিমাণ আমি ইউনিয়নে কাজ করে গেছি । তিনি বলেন এখানে দুর্নীতির কিছুই নেই আমার প্রতিটি প্রকল্প প্রতিটি সরকারই কর্মকান্ড উন্নয়নমূলক কাজ প্রশাসন সবকিছু তদন্ত করে দেখেছেন। সুতরাং এলাকার কিছু যুবক আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করার পরিকল্পনা করছে বলে তিনি দাবি করেন।




error: Content is protected !!