লালমনিরহাটের আদিতমারী ও হাতীবান্ধা উপজেলায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত
জুলকার নাঈন শাকিল, লালমনিরহাট প্রতিনিধি॥
আদিতমারী ও হাতীবান্ধায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত
করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগী শনাক্ত হয়েছে রোগীদের মধ্যে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, সিএইচসিপি, অফিস সহকারী ও একজন স্বেচ্ছাসেবী ল্যাব টেকনিশিয়ান রয়েছেন। এদিকে হাতীবান্ধা উপজেলায় কুমিল্লা ফেরত এক যুবকের করোনা পজেটিভ আসে।
শনিবার (১৬মে) সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এতথ্যের সত্যাতা নিশ্চিত করেছেন।
এছাড়া উপজেলা সদরের বিন্নাগাড়ী এলাকার একজন করোনা পজিটিভ রোগীর স্পর্শে আসা নতুন করে এক যুবকও আছেন এই তালিকায়। তার বাড়ীও একই এলাকায়। আর কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) সাপ্টিবাড়ি ইউনিয়নের দেবিরপাঠ কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সূত্র জানায়, ইতিপূর্বে আদিতমারী হাসপাতালের দু’জন স্টাফের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর হাসপাতালের আরো কয়েকজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য গত ৮ মে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেই রিপোর্ট আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষ হাতে পেয়েছে। এ নিয়ে শুধু আদিতমারী উপজেলাতেই ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমার ইউনিয়নের দ:গড্ডিমার গ্রামের কুমিল্লার ইট ভাটা থেকে ফেরত স্ত্রী সম্পা আক্তারের পর তার স্বামী সবুজ মিয়া করোনা পজেটিভ আসে। এ ঘটনায় উপজেলার দ:গড্ডিমার গ্রামের ৫ নং ওযার্ডে ২১টি বাড়ি লকডাউন করেন উপজেলা প্রসাশন।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন বলেন, আতঙ্কিত না হয়ে সকলকেই আরও বেশি সচেতন হতে পরামর্শ দিয়েছেন তিনি।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর আরেফিন প্রধান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।