লালমোহনের পৌর মেয়রের  বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । গত সোমবার (৪ জানুয়ারী) ভোলার সিনিয়র স্পেশাল জজ এ.বি.এম মাহমুদুল হকের আদালতে লালমোহন পৌর আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন টেন্ডারে অনিয়ম, লালমোহন থানার মোড় থেকে উত্তর দিকে জেলা পরিষদের খালে নিয়মবহির্ভূতভাবে মার্কেট নির্মাণ, থানার মোড়ে পৌরসভার মার্কেট নির্মাণ করে নিজের স্ত্রীর নামে ক্লিনিক স্থাপন, প্রথম মেয়র নির্বাচনের সময় হলফনামায় উল্লেখ করা সম্পত্তি থেকে দ্বিতীয় মেয়র নির্বাচনের সময় ১০ গুণ বেশি সম্পদ অর্জন করা, বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা ও প্যানেল মেয়র না করে পৌরসভা ইচ্ছামত পরিচালনা করার অভিযোগ আনা হয়। এছাড়া মেয়র হবার পর বিভিন্ন জমি ক্রয়, আমেরিকা ও কানাডায় সন্তানের নামে এ্যাকাউন্টে টাকা পাঠানো, তার শ্যালক রিয়াজের নামে কমিউনিটি সেন্টারের ঠিকাদারীসহ অসংখ্য টেন্ডারবাজীর অভিযোগ আনা হয়।

পৌরসভার কয়েকজন কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিসহ এ মামলায় সাক্ষী করা হয়েছে উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, পৌর যুবলীগের আহবায়ক ফরহাদ হোসেন মেহের, শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তজা সজীবসহ মোট ২৬ জন। মামলাটি আমলে নিয়ে দুদকের বরিশাল উপ-পরিচালকের কাছে তদন্তের জন্য পাঠানো হয়।

এ ব্যাপারে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন জানান, মামলা হয়েছে শুনেছি তবে বিস্তারিত এখনও পাইনি। এ মামলা করে লালমোহনে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ বলে মনে করি।




error: Content is protected !!