লালমোহনে আইসিটি প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

এ .এইচ . রিপন ভোলা প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে ভোলার লালমোহনে “নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিণে” উত্তীর্ণদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার স্বরুপ “অসমাপ্ত আত্মজীবনী” এবং “মুজিব থেকে সজিব” বই প্রদান ও প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারিদের হাতে স্মার্ট ফোন তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, ডিজিটাল বাংলাদেশের আইসিটি বিপ্লবের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে ও প্রধানমন্ত্রীর দূরদর্শী রূপকল্প বাস্তবায়নে আইসিটি উপদেষ্টা হিসেবে রয়েছে তাঁর অগ্রণী ভূমিকা। এই করোনাকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) এগিয়ে থাকা দেশগুলো বাড়তি সুফল পাচ্ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় গত ১১ বছরে গড়ে ওঠা তথ্যপ্রযুক্তি অবকাঠামোই এ কঠিন পরিস্থিতি সামাল দিতে কাজে লাগছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ খান জয়ের সভাপতিত্বে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমূখ।




error: Content is protected !!